সংবাদ শিরোনাম ::
জাতীয় ঈদগাহে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১১:২২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে
সুষ্ঠুভাবে ঈদ জামাত নিশ্চিত করতে জাতীয় ঈদগাহে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া রাজধানীর সব ঈদ জামাতকে ঘিরে সমন্বিত, সুদৃঢ় ও সুবিন্যস্ত নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, জাতীয় ঈদগায়ে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থায় থাকছে ডগ স্কোয়াড, সিসিটিভি পর্যবেক্ষণ, বোম্ব ডিসপোজাল স্কোয়ার্ড, সার্বক্ষণিক ড্রোন পর্যবেক্ষণ।
তিনি আরও জানান, জাতীয় ঈদগাহে প্রবেশ ও বাহির গেটে থাকবে মেশিন নিরাপত্তা ব্যবস্থা। মাঠে নিরাপত্তার সহায়তায় থাকবে র্যাব। তাদের মোবাইল টীম ঢাকার সর্বত্র থাকবে।
ডিএমপি কমিশনার জানান, ফাঁকা রাস্তায় কিশোররা গাড়ি রেসিং প্রতিযোগিতা করলে তাদের আটক করার নির্দেশ দেয়া হয়েছে।
এ বছর ঈদুল আযহায় বায়তুল মোকাররমে পাঁচটি ও জাতীয় ঈদগাহে সকাল ৭টায় একটি জামাত অনুষ্ঠিত হবে।