জয়পুরহাটে নানা আয়োজনে পিঠা উৎসব
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে ‘এই শীতে জমবে মেলা, পিঠা উৎসব সারা বেলা’ স্লোগানে জয়পুরহাটের অনুষ্ঠিত হলো পিঠা উৎসব।
রোববার (২৬ জানুয়ারি) সকালে জেলা শহরের স্টেডিয়াম রোডস্থ শাহীন ক্যাডেট স্কুল চত্তরে এ উৎসবের আয়োজন করা হয়। যা চলে দুপুর পর্যন্ত।
পিঠা উৎসবে ৬টি স্টলের মাধ্যমে স্থানীয় শাহীন ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকদের তৈরি করা বাহারি সব পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়। উৎসবটি ঘিরে হাজারো দর্শনার্থীতে ভরে যায় স্কুল ক্যাম্পাস।
উৎসবটিতে ভাজা কুলি, পঞ্চ বাহার, গোলাপ পিঠা, সেমাই পিঠা, কস্তুরী পিঠা, জামদানী পিঠা, কুটুম পিঠা, মিষ্টি বড়া, মিষ্টি পুলি, ভেজানো নকশীসহ অন্তত ৫০ রকমের পিঠা প্রদর্শণের আয়োজন ছিল।
শেষে স্কুলটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী, সেরা পিঠা তৈরির কারিগর ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মাছুদুল আমীন শাহীন।
অনুষ্ঠানে জয়পুরহাট শাহীন ক্যাডেট স্কুলের পরিচালক রাশেদুল ইসলাম বাদলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ইকবাল হোসেন ও জয়পুরহাট জেলা পুলিশের ইন্সপেক্টর (ক্রাইম) মাহবুবুর রহমান সরকার প্রমুখ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাছুদুল আমীন শাহীন বলেন- আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতেই এ পিঠা উৎসবের আয়োজন করা। আগামীতেও এমন আয়োজন অব্যহত থাকবে।