সংবাদ শিরোনাম ::
জয়ন্তী নদীতে অভিযান, ১৯ ড্রাম গলদা রেনু জব্দ
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
বরিশালের মুলাদীতে জয়ন্তী নদীতে অভিযান চালিয়ে ১৯ ড্রাম গলদা রেনু পোনা জব্দ করা হয়েছে। এ সময় রেনু পাচারের দায়ে ১১ জনকে আটক করা হয়। মঙ্গলবার (২ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর এবং থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।
অভিযানের নেতৃত্ব দেওয়া হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, জব্দৃকৃত রেনু নদীতে অবমুক্ত করার পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত প্রত্যেককে সাড়ে ৪ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়াও জব্দকৃত ট্রলার নিলামে বিক্রি করা হবে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মুলাদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিন। এসময় থানার এসআই গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।