ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চিকিৎসকদের উপর হামলা: অভিযুক্ত গাইবান্ধা থেকে আটক

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিকিৎসকদের উপর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে হামলার ঘটনায় জড়িত সঞ্জয় পাল জয়কে আটক করা হয়েছে। গাইবান্ধা বাস টার্মিনাল থেকে তাকে আটক করে পুলিশ।

সোমবার (২ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়েছে।

অন্যদিকে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর রোববার (১ সেপ্টেম্বর) রাত থেকে সচল হয় জরুরি স্বাস্থ্য সেবা বিভাগ। এর আগে রোববার সকাল ৯টা ৩০ মিনিট থেকে ঢামেকে বন্ধ ছিল জরুরি স্বাস্থ্য সেবা।

রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের উপস্থিতিতে চালু করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে র জরুরি বিভাগের সেবা কার্যক্রম।

এর আগে, রোববার সকাল সাড়ে ৯টা থেকে হাসপাতালটিতে সব স্বাস্থ্যসেবা বন্ধ করে দেন চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা। চার দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন তারা। পরে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের আশ্বাসে সোমবার রাত ৮টা পর্যন্ত কর্মসূচী স্থগিতের ঘোষণা দেন চিকিৎসরা।

উল্লেখ্য, ৩১ আগস্ট রাতে রাজধানীর খিলগাঁও সিপাহীবাগ এলাকা থেকে দুই গ্রুপের সংঘর্ষে আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসে। পরে অন্য আরেক গ্রুপ চাপাতিসহ হাসপাতালে জরুরি বিভাগের ভেতরে ঢুকে যায়। এ সময় হাতেনাতে চারজনকে আটক করে সেনাবাহিনীর কাছে তুলে দেয় কর্তৃপক্ষ। পরে অন্য আরেক রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে ভাঙচুর চালায় রোগীর স্বজনরা। এক পর্যায়ে নিউরো সার্জারি বিভাগের দুই চিকিৎসককে মারধরও করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চিকিৎসকদের উপর হামলা: অভিযুক্ত গাইবান্ধা থেকে আটক

সংবাদ প্রকাশের সময় : ১২:৫৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪

চিকিৎসকদের উপর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে হামলার ঘটনায় জড়িত সঞ্জয় পাল জয়কে আটক করা হয়েছে। গাইবান্ধা বাস টার্মিনাল থেকে তাকে আটক করে পুলিশ।

সোমবার (২ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়েছে।

অন্যদিকে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর রোববার (১ সেপ্টেম্বর) রাত থেকে সচল হয় জরুরি স্বাস্থ্য সেবা বিভাগ। এর আগে রোববার সকাল ৯টা ৩০ মিনিট থেকে ঢামেকে বন্ধ ছিল জরুরি স্বাস্থ্য সেবা।

রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের উপস্থিতিতে চালু করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে র জরুরি বিভাগের সেবা কার্যক্রম।

এর আগে, রোববার সকাল সাড়ে ৯টা থেকে হাসপাতালটিতে সব স্বাস্থ্যসেবা বন্ধ করে দেন চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা। চার দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন তারা। পরে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের আশ্বাসে সোমবার রাত ৮টা পর্যন্ত কর্মসূচী স্থগিতের ঘোষণা দেন চিকিৎসরা।

উল্লেখ্য, ৩১ আগস্ট রাতে রাজধানীর খিলগাঁও সিপাহীবাগ এলাকা থেকে দুই গ্রুপের সংঘর্ষে আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসে। পরে অন্য আরেক গ্রুপ চাপাতিসহ হাসপাতালে জরুরি বিভাগের ভেতরে ঢুকে যায়। এ সময় হাতেনাতে চারজনকে আটক করে সেনাবাহিনীর কাছে তুলে দেয় কর্তৃপক্ষ। পরে অন্য আরেক রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে ভাঙচুর চালায় রোগীর স্বজনরা। এক পর্যায়ে নিউরো সার্জারি বিভাগের দুই চিকিৎসককে মারধরও করা হয়।