কোটা সংস্কার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
চার মামলায় আসামি ১১৬ জন
- সংবাদ প্রকাশের সময় : ০২:২৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
নীলফামারীতে কোটা সংস্কার বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা ভাংচুর,পুলিশের উপর হামলা ও আগ্নিঅস্ত্র ছিনতাইয়ের অভিযোগে ৪টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় অজ্ঞাত প্রায় দু’সহস্রাধিক ও ১১৬ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শনিবার (২৬ জুলাই) পর্যন্ত ৬২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সরকারি চাকুরিতে কোটা সংস্কার বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনকারীরা গোটা দেশে কমপ্লিট শার্টডাউনের ডাক দেয়।এ ছাত্র আন্দোলনের অংশে গত ১৮ জুলাই বৃস্পতিবার নীলফামারী ও সৈয়দপুর শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা ও পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা।
এ সংঘর্ষ আর ধাওয়া -পাল্টা-ধাওয়া চলে প্রায় চার ঘন্টা ধরে।এ সহিংসতায় নীলফামারী ও সৈয়দপুর শহর রনক্ষেত্রে পরিণত হয়।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ডগ্রেনেট ,টিয়ারশেল ও রবারবুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালায় আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্যরা।এ সময় নীলফামারী সদরের ১০ জন ও সৈয়দপুর শহরের ১৬ জন পুলিশ আহত হয়।
এ আন্দোরনের সংহিংসতায় সময় সৈয়দপুর শহরে পুলিশের হাতে থাকা দুইটি রাইফেল ও একটি রিভালভার ছিনিয়ে নেয় দুবৃর্ত্তরা।পুলিশের অভিযানে রাইফেল দুটি উদ্ধার হলেও এখনো রিভালবারটি উদ্ধার করতে পারেনি সৈয়দপুর থানা পুলিশ।
নীলফামারী সদর থানা পুলিশের ইনচার্জ তানভিরুল ইসলাম বাংলা টাইমস জানান, এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অভিযুক্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশের ইনচার্জ শাহ আলম সহিংসতা আর অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় তিনটি মামলা দায়ের হয়েছে।এ মামলায় অভিযুক্ত ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে।