গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন সাংবাদিকপুত্র অংকন
- সংবাদ প্রকাশের সময় : ০২:২৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
নলছিটি প্রেসক্লাব সভাপতি ও দৈনিক যুগান্তরের নলছিটি প্রতিনিধি মো. এনায়েত করিমের ছেলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রাগীব শাহরিয়ার অংকন গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। এক মিনিটে সর্বোচ্চ ২২০ বার ফুটবলে ট্যাপ করে তিনি এই রেকর্ড অর্জন করেন। যা আগে ছিলো ২১২ ।
মঙ্গলবার (২ জুলাই) অংকন অফিসিয়ালি তার এই অর্জনের সার্টিফিকেট হাতে পেয়েছেন। এর আগে তার এ কৃতিত্বের জন্য গত ২০ ফেব্রুয়ারি গিনেস বুক অফ ওয়ার্ল্ড ওয়েবসাইটে তার নাম অন্তর্ভুক্ত হয়।
অংকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগে স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র। তার বাড়ি ঝালকাঠির নলছিটি পৌর শহরের হাই স্কুল সড়কে।
মেধাবী অংকনের এই অর্জনে নলছিটিবাসী ও তার সহপাঠীরা তাকে ফোনে ও ফেসবুকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে।
এ বিষয়ে রাগীব শাহরিয়ার অংকন জানান, এই রেকর্ড গড়তে পারায় আমি অত্যন্ত খুশি। এজন্য আমি দীর্ঘদিন অনুশীলন করেছি। দৃঢ় প্রচেষ্টা ও অনুশীলনে অসম্ভবকেও সম্ভব করা যায়। তিনি সবার কাছে দোয়া কামনা করছেন।