ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:১৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি


গাজীপুরে অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক থাকলেও বেশ কয়েকটি কালখানার শ্রমিকরা নানা দাবিতে আন্দোলন করছে। মহানগরীর জিরাব, সারাবো চন্দ্রাসহ এলাকার বিভিন্ন কারখানায় সকাল থেকেই শ্রমিক বিক্ষোভ সড়ক অবরোধ ভাঙচুর চলছে। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈর-নবীনগর মহাসড়কের চক্রবর্তীতে অবরোধ করে বিক্ষোভ করছে। এর ফলে মহাসড়কের দুইপাশে যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সড়ক ব্যবহারকারীরা।

গাজীপুর শিল্প পুলিশ ২ এর সহকারী পুলিশ সুপার গোলাম মোরশেদ বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকায় এখনো সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এ সময় শ্রমিকরা তুরাগ-কারখানা ভাঙচুর করে বিগ বস কারখানায় ভাঙচুর করে গোডাউনে আগুন ধরিয়ে দেয়। এই এলাকায় নায়াগ্রাসহ জিরানী এলাকার আশপাশের সকল কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে কিছু কারখানা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।

গাজীপুর শহরের তিন সড়ক এলাকায় ব্র্যাক ডেইরি কারখানার শ্রমিকেরা সর্বনিম্ন বেতন ১৮ হাজার টাকা করাসহ ১০ দফা দাবিতে সকাল থেকে আন্দোলন করছে।

অন্যদিকে গাজীপুরের বাংলাবাজার এলাকায় পার্টেক্স বেভারেজ কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছে শ্রমিকেরা। উদ্ভুত পরিস্থিতিতে গাজীপুরের ৫ টি পোশাক কারখানা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। গাজীপুরে ছোট বড় মিলিয়ে অন্তত ৫ হাজার কারখানা রয়েছে। এরমধ্যে পোশাক কারখানা দুই হাজারের অধিক।

গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ২ এর সহকারী পুলিশ সুপার আজিজুল হক জানান, মঙ্গলবার থেকে চলমান শ্রমিক আন্দোলনের জেরে ইতিমধ্যে সদর উপজেলার পাঁচটি কারখানা সাময়িক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এগুলো হলো গাজীপুর সদর উপজেলার গিলারচালা এলাকার ফমকম ফ্যাশন, অ্যাপারেল-২১ লিমিটেড, ফমকম প্রিন্টিং ও এমব্রয়ডারি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, কাশিমপুর এলাকায় বিগবস কারখানার ঝুটের গোডাউনে আগুন ধরিয়ে দেয়। আগুনের খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের গাড়ি আগুন নেভানোর উদ্দেশ্যে রওনা করে কাশিমপুর এলাকায় পৌঁছালে ফায়ার সার্ভিসের গাড়িটিতে হামলা চালিয়ে ভাঙচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা।

শ্রমিকরা জানায়, গত কয়েক দিন ধরে তারা গত মাসের বেতন-ভাতা প্রদানের দাবি জানিয়ে আসছিলেন মালিক পক্ষ বেতন দেয়ার কথা বলেও বেতন পরিশোধ করছে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ

সংবাদ প্রকাশের সময় : ০৩:১৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪


গাজীপুরে অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক থাকলেও বেশ কয়েকটি কালখানার শ্রমিকরা নানা দাবিতে আন্দোলন করছে। মহানগরীর জিরাব, সারাবো চন্দ্রাসহ এলাকার বিভিন্ন কারখানায় সকাল থেকেই শ্রমিক বিক্ষোভ সড়ক অবরোধ ভাঙচুর চলছে। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈর-নবীনগর মহাসড়কের চক্রবর্তীতে অবরোধ করে বিক্ষোভ করছে। এর ফলে মহাসড়কের দুইপাশে যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সড়ক ব্যবহারকারীরা।

গাজীপুর শিল্প পুলিশ ২ এর সহকারী পুলিশ সুপার গোলাম মোরশেদ বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকায় এখনো সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এ সময় শ্রমিকরা তুরাগ-কারখানা ভাঙচুর করে বিগ বস কারখানায় ভাঙচুর করে গোডাউনে আগুন ধরিয়ে দেয়। এই এলাকায় নায়াগ্রাসহ জিরানী এলাকার আশপাশের সকল কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে কিছু কারখানা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।

গাজীপুর শহরের তিন সড়ক এলাকায় ব্র্যাক ডেইরি কারখানার শ্রমিকেরা সর্বনিম্ন বেতন ১৮ হাজার টাকা করাসহ ১০ দফা দাবিতে সকাল থেকে আন্দোলন করছে।

অন্যদিকে গাজীপুরের বাংলাবাজার এলাকায় পার্টেক্স বেভারেজ কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছে শ্রমিকেরা। উদ্ভুত পরিস্থিতিতে গাজীপুরের ৫ টি পোশাক কারখানা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। গাজীপুরে ছোট বড় মিলিয়ে অন্তত ৫ হাজার কারখানা রয়েছে। এরমধ্যে পোশাক কারখানা দুই হাজারের অধিক।

গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ২ এর সহকারী পুলিশ সুপার আজিজুল হক জানান, মঙ্গলবার থেকে চলমান শ্রমিক আন্দোলনের জেরে ইতিমধ্যে সদর উপজেলার পাঁচটি কারখানা সাময়িক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এগুলো হলো গাজীপুর সদর উপজেলার গিলারচালা এলাকার ফমকম ফ্যাশন, অ্যাপারেল-২১ লিমিটেড, ফমকম প্রিন্টিং ও এমব্রয়ডারি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, কাশিমপুর এলাকায় বিগবস কারখানার ঝুটের গোডাউনে আগুন ধরিয়ে দেয়। আগুনের খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের গাড়ি আগুন নেভানোর উদ্দেশ্যে রওনা করে কাশিমপুর এলাকায় পৌঁছালে ফায়ার সার্ভিসের গাড়িটিতে হামলা চালিয়ে ভাঙচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা।

শ্রমিকরা জানায়, গত কয়েক দিন ধরে তারা গত মাসের বেতন-ভাতা প্রদানের দাবি জানিয়ে আসছিলেন মালিক পক্ষ বেতন দেয়ার কথা বলেও বেতন পরিশোধ করছে না।