সংবাদ শিরোনাম ::
গণহত্যার বিচার দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের সমাবেশের ডাক
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে
ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবিতে শুক্রবার (৩০ আগস্ট) দুপুর দুইটায় শাহবাগ চত্বরে সংগঠনের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ছাত্র সমাবেশ করবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দলের একিবিঞ্জপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। দলের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই।
শাহবাগে সমাবেশকে ঘিরে এরমধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল মুনতাছির আহমাদ।