সংবাদ শিরোনাম ::
খেজুরের দাম বেঁধে দিলো সরকার
অর্থনৈতিক প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ১২৭ বার পড়া হয়েছে
রমজানে খেজুরের দাম নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন দাম অনুযায়ী অতি সাধারণ খেজুর কেজি প্রতি ১৫০-১৬৫ টাকা নির্ধারন করা হয়েছে। আর ‘জাইদি’ খেজুরের দাম কেজিতে ১৭০-১৮০ টাকা।
সোমবার (১১ মার্চ) বাণিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. ফুয়ারা খাতুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশে আমদানিকৃত বিভিন্ন মানের খেজুরের আমদানিমূল্য আরোপিত শুল্ক ও কারাদি এবং আমদানীকারকের অন্যান্য খরচ বিশ্লেষণ করে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রতি কেজি খেজুরের মানভিত্তিক যৌক্তিক মূল্য নির্ধারণ করা হয়েছে।
এর পাশাপাশি চিনির মূল্য প্রতি কেজি ১৪০ টাকা ঠিক করা হয়েছে। প্যাকেটজাত চিনির সর্বোচ্চ দর ধার্য করা হয়েছে ১৪৫ টাকা। এসব দামে খেজুর ও চিনি বিক্রি করতে ব্যবসায়ীদের নির্দেশ দেয়া হয়েছে।