কোটি টাকার গাছ কেটে ফেলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- সংবাদ প্রকাশের সময় : ০২:৫৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ ২৭ বার পড়া হয়েছে
নওগাঁর পত্নীতলায় কোটি টাকার আম-গাছ কেটে ফেলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মোঃ আবুল হোসেন (৫০) নামে এক ভুক্তভোগী। শুক্রবার (২৭ সেমটেম্বর) সকাল ১০টায় তিনি এই সংবাদ সম্মেলন করেন।
নওগাঁ প্যারীমোহন সাধারণ-গ্রন্থাগারে সংবাদ সম্মেলনে তিনি জানান, আমি ঢাকার সাভারে বসবাস করি। প্রায় ১২ বছর আগে পত্নীতলার ব্যবসায়ী বন্ধু আনিছুর মোল্লা মাধ্যমে উপজেলার ঘোষপাড়া গ্রামের মৃত গোপেন্দনাথ গোষ এর ছেলে গৌতম ঘোস ও মেয়ে মিতালী রানী ঘোষ এর কাছ থেকে ৬০ হাজার টাকা দিয়ে পাটিচোরা ইউনিয়নের ছালিগ্রাম মৌজায় ৪.৩২ একর জমি ক্রয় করি। পরবর্তী সময়ে ১২ শো বারি-৪ জাতের গাছ রোপণ করি ভোগদখল করে আসছি। এরমধ্যে ৮০০ শো গাছ কেটে ফেলে পত্নীতলা উপজেলার পাটিচোরা গ্রামের নাঈম হোসেন ও লেমন হোসেন সহ ২০ থেকে ২৫ জন।
তিনি আরও বলেন, আব্দুস সামাদ তাদের বাঁধা দিতে গেলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি ও বিভিন্ন ভয়ভীতি দেখান তারা। এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করা হয়েছে। দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান ভুক্তভোগী ব্যবসায়ী।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন- মো. আবুল হোসেন, কাজী সুমন শাহরিয়ার, ও সফিউল্লাহ দেওয়ান।