করতোয়া থেকে নারীর দু’ হাতের কবজি উদ্ধার
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে
বগুড়ার করতোয়া নদী থেকে অজ্ঞাত নারীর দুটি বিচ্ছিন্ন কবজি উদ্ধার করেছে পুলিশ। তবে ওই নারী বা ঘটনাস্থল কোথায় তা নিয়ে রহস্য তৈরী হয়েছে। শনিবার (২২ জুন) সকালে কবজি দু’টি উদ্ধারের পর পুলিশ তা মর্গে পাঠায়। কাটা কবজির তথ্য উদঘাটনে পিবিআই’র একটি টিম কাজ করছে।
ফুলবাড়ি পুলিশ ফাঁড়ি ইনচার্জ জানান, শনিবার (২২ জুন) সকাল ৯দিকে মাটিডালি ব্রীজ সংলগ্ন এলাকায় করতোয়া নদীতে পলিথিনে মোড়ানো কাটা কবজি কয়েক কিশোরের চোখে পড়ে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ সেখানে গিয়ে হাত থেকে কেটে বিচ্ছিন্ন করা কবিজি দু’টি উদ্ধার করে। পুলিশের ধারনা কবজি দু’টি কোন নারীর। কয়েক দিন আগে এটি কাটা হতে পারে।
এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি (তদন্ত) জানান, তারা আশে পাশে খোঁজ নিয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। কবজি দু’টি অর্ধ গলিত। এদিক হঠাৎ করে নদীতে পলিথিনে মোড়ানো বিচ্ছিন্ন কবজি নিয়ে নানা প্রশ্ন তৈরী হয়েছে। কোথা থেকে কিভাবে নদীতে নারী হাতের বিচ্ছিন্ন কবজি ভেসে আসলো তা নিয়ে সৃস্টি হয়েছে রহস্য।
এ ব্যাপারে বগুড়ার পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজ পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান,বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বগুড়ার সব থানাসহ আশেপাশের জেলার থানা গুলোতে বিশেষ বার্তা পাঠিয়ে খোঁজ নেয়া হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, এটি হত্যাকান্ড হওয়ার সম্ভবনা রয়েছে। পিবিআই’র একটি টিম কবজি দু’টি থেকে ডিএনএ’র জন্য নমুনা সংগ্রহ করেছে।