সংবাদ শিরোনাম ::
কবি অসীম সাহার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪ ৮২ বার পড়া হয়েছে
কবি অসীম সাহার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মঙ্গলবার (১৮ জুন) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, অসীম সাহার মৃত্যুতে বাংলা ভাষা ও সাহিত্য অঙ্গনের অপূরণীয় ক্ষতি হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। সেই সাথে গভীর সমবেদনা জানান শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি।
২০১৯ সালে বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ‘একুশে পদক’ লাভ করেন বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য। এছাড়া ২০১২ সালে বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেন তিনি।
উল্লেখ্য, কবি অসীম সাহা মঙ্গলবার (১৮ জুন) বিকেল ৪টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালেয়ে (বিএসএমএমইউ) মারা যান।