কবর থেকে হারিছ চৌধুরীর মরদেহ উত্তোলন
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৪১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
কবর থেকে বিএনপি নেতা হারিছ চৌধুরীর মরদেহ উত্তোলন করছে পুলিশ। ডিএনএ টেস্টের জন্য তার মরদেহ ল্যাবে পাঠানো হবে।
বুধবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকার জামিনে খাতামুন নবীঈনের জামিয়া খাতামুন কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন-ঢাকা জেলা পুলিশ সুপার আহমেদ মুইদ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নুরসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা।
২০২১ সালের ৩ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা যান হারিছ চৌধুরী। তবে সেই সময় তাকে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের কবরস্থানে দাফন করা হয়।
হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরীর করা এক রিটের শুনানি শেষে গত ৫ সেপ্টেম্বর তার মরদেহ কবর থেকে তুলে ডিএনএ টেস্টের নির্দেশ দেন হাইকোর্ট। মরদেহ উত্তোলনের পর ডিএনএ টেস্ট ও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ