এমপি আনার হত্যা/ ঝিনাইদহ জেলা আ’ লীগের সাধারণ সম্পাদক আটক
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দলমঙ্গলবার (২২ জুন) রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করা হয় ।
এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, এমপি আনার হত্যাকাণ্ডের পর আসামিরা কার কার কাছে ছবি ও ভিডিও শেয়ার করেছে, তা নিয়ে তদন্ত চলছে।
তিনি আরও বলেন, এই কিলিং মিশনে যারা অংশ নিয়েছিলো কলকাতা থেকে এমপি আনারের ছবি হোয়াটসঅ্যাপে কার সাথে শেয়ার করা হয়েছে এবং এতে কোনো আর্থিক সংশ্লিষ্টতা ছিল কি না, সবকিছুর তদন্ত চলছে।
ডিবিপ্রধান বলেন, বাংলাদেশে ও ভারতে গ্রেপ্তার আসামিদের সাথে আমরা কথা বলেছি। হত্যার ঘটনায় মূল ঘাতক আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়াসহ অন্যরাও আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। হত্যাকার ঘটনাটি ভারতে সংঘটিত হয়েছে এবং সব আসামি বাংলাদেশি।
এদিকে, মঙ্গলবার (১১ জুন) এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,এমপি আনোয়ারুল আজীম আনার চোরাচালানের সাথে যুক্ত ছিলেন তা আমরা কখনো বলিনি। সব সময় বলে আসছি এমপির ওই এলাকা সন্ত্রাসপূর্ণ একটি এলাকা।
উল্লেখ্য, এমপি আজিমও চলতি বছরের এপ্রিলে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য যান। তিনি নিখোঁজ হয়ে যাওয়ার পর তার মালপত্রের মধ্যে থেকে সেই প্রেসক্রিপশন পেয়েছেন সিআইডির তদন্তকারীরা। সেই বিষয়ে সংশ্লিষ্ট হাসপাতালেও তদন্তকারীরা খোঁজ-খবর করেছেন।