একীভূত হলো পদ্মা ও এক্সিম ব্যাংক
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪ ১৫২ বার পড়া হয়েছে
একীভূত হলো এক্সিম ব্যাংকের সঙ্গে পদ্মা ব্যাংক। সোমবার (১৮ মার্চ) ব্যাংক দুটির মধ্যে একীভূত হওয়ার চুক্তি স্বাক্ষরিত হলো। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার উপস্থিতি ছিলেন। দুই ব্যাংকের উদ্যোক্তারাও এ সশয় উপস্থিত ছিলেন।
দুর্বল দুটি ব্যাংক একীভূত হওয়ার এটিই প্রথম সিদ্ধান্ত। একীভূত অনুষ্ঠানে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেন, এক্সিম ব্যাংক পদ্মা ব্যাংকের সব দায় অধিগ্রহণ করেছে। এর ফলে ব্যাংক দুটির আমানতকারী এবং শেয়ারহোল্ডারদের কোনো সমস্যা হবে না বলেও তিনি জানান।
তিনি বলেন, পদ্মা ব্যাংকের কর্মীদের চাকরি যাবে না। দেশপ্রেম থেকে এই পদক্ষেপ নিয়েছে এক্সিম ব্যাংক।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, এক্সিম ব্যাংক ও বিএবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, পদ্মা ব্যাংকের চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের এমডি আফজাল করিম। এছাড়াও তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে, গত বৃহস্পতিবার পদ্মা ব্যাংকের সঙ্গে একীভূত হওয়া নিয়ে এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আলোচনা হয়। সেদিন এ বিষয়ে সিদ্ধান্ত নেয় পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদও।