এইচএসসি পরীক্ষা জুনের শেষে!
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ১৬৮ বার পড়া হয়েছে
চলতি বছেরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী জুনের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। শীঘ্রই পরীক্ষার রুটিন চূড়ান্ত করার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। বুধবার (২০ মার্চ) এই তথ্য জানিয়েছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
যদিও এর আগে ফেব্রুয়ারিতে হতো এসএসসি ও সমমান পরীক্ষা। আর এইচএসসি পরীক্ষা হতো এপ্রিলে। করোনার পর এই দুই পরীক্ষার দিন-তারিখ পিছিয়ে নেয়া হয়েছে। গত কয়েক বছর করোনার কারণে এপ্রিলে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ২০২০ সালে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এইচএসসি পরীক্ষাও হয়নি। সাবজেক্ট ম্যাপিং করে শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়।
২০২১ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সময় ও পরীক্ষার নম্বর হ্রাস করে নেওয়া হয়। এরপর ২০২২ সালে সিলেবাস একটু বাড়িয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে।
২০২৩ সালের এসএসসি ও পরীক্ষা হয় সংক্ষিপ্ত সিলেবাসে। এসএসসির আইসিটি ছাড়া পূর্ণ সময় ও নম্বরে নেওয়া হয়।