সংবাদ শিরোনাম ::
ইসলামপুরে কৃষকরা পেল উন্নত মানের বীজ
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুরে আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে ১০ কেজি করে ধান বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার সিরাজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুইশ কৃষকের মাঝে এসব ধান বীজ বিতরণ করা হয়।
ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক এনায়েত উল্লাহর সভাপতিত্বে অতিথি ছিলেন এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার বাড়ির মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র । আরও উপস্থিত ছিলেন-বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ শাহজাহান কবীর, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা,উপজেলা কৃষি কর্মকর্তা এএলএম রেদোয়ান প্রমুখ।