ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- সংবাদ প্রকাশের সময় : ১০:২০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ৭২ বার পড়া হয়েছে
নড়াইলের জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতার মুরসালিন মোল্যা যশোর জেলার অভয়নগর উপজেলার ধুলগ্রাম গ্রামের কবির মোল্যার ছেলে।
জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১ জুলাই) রাতে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই ফারুক হোসেন ও এ এস আই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ জেলার কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের পেড়লী গ্রামে মহসিন মোল্যার মোড়ে হিরন শিকদারের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মুরসালিন মোল্যাকে গ্রেফতার করে। এ সময় মুরসালিন মোল্যার প্যান্ডের পকেট থেকে একশত পিচ ইয়াবা উদ্বার করা হয়।
নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র অফিসার ইনচার্জ ছাব্বিরুল আলম বলেন,মুরসালিন মোল্যার বিরুদ্ধে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। এছাড়া ও আসামি মুরসালিনের নামে ৩টি মাদক মামলা রয়েছে যা বিজ্ঞ আদালতে বিচারাধীন।