ইজিবাইকের ধাক্কায় পথচারী নিহত, চালক আহত
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪ ১৭৪ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ী-মাদিলাহাট সড়কে বাসুদেবপুর গ্রামে ইজি বাইকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। রংপুর প্রাইম হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার (২ জুলাই) রাতে হাফিজুর রহমান (৪৮) নামে এই পথচারীর মৃত্যু হয়।
এর আগে রোববার (৩০ জুন) রাত ৮টার দিকে ফুলবাড়ী-মাদিলাহাট সড়কে বাসুদেবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউপি’র বাসুদেবপুর গ্রামের মৃত নিয়ামত আলীর ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের একমাত্র ছেলে ঢাকার গ্রিন ইউনিভার্সিটিতে অধ্যয়নরত মো. তুহিন হোসেন।
স্থানীয়রা জানায়, রোববার (৩০ জুন) রাত ৮টার দিকে ফুলবাড়ী-মাদিলাহাট সড়কে বাসুদেবপুর গ্রামের মাঝখানে দোকান থেকে বাড়ি যাচ্ছিল হাফিজুর রহমান। ফুলবাড়ী থেকে ছেড়ে আসা মাদিলাহাটগামী ইজি বাইকটি একইদিকে যাওয়া পথচারী হাফিজুর রহমানকে সজোরে ধাক্কা দেয়।এতে করে হাফিজুর রহমান ছিটকে রাস্তায় পড়ে যায়।মাথায়-কানে প্রচন্ড আঘাত লেগে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুরে পাঠান। অজ্ঞান অবস্থায় রংপুর প্রাইম হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ১২ টায় তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার ওসি মো. মোস্তাফিজার রহমান বলেন, বিষয়টি আমি দেরিতে অবগত হয়েছি। আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান আছে।