সংবাদ শিরোনাম ::
১২ দিনের লড়াই শেষে পরপারে অভিনেত্রী আভেরি চৌরে
বাংলা টাইমস ডেস্ক
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ১৫৫ বার পড়া হয়েছে
জনপ্রিয় অভিনেত্রী ও এক সময়ের দূরদর্শনের সংবাদ পাঠিকা আভেরি চৌরে মারা গেছেন। অনেকদিন থেকেই অসুস্থ ছিলেন তিনি। তবে ১২ দিন ধরে শারীরিক অবস্থার অবনতি হয়। শেষ পর্যন্ত থেমে গেলো লড়াই। সোমবার (১ এপ্রিল) শিল্পী আভেরি চৌরে পাড়ি দিলেন না ফেরার দেশে। তার মৃত্যুর খবর নিশ্চিত করেন অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তী।
সোমবার টলিউডের অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় আভেরি চৌবের মৃত্যুর খবর শেয়ার করেন। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তীও।
তিনি অভিনেত্রী আভেরী চৌবের সাথে কাটানো একাধিক মুহূর্তের ছবি পোস্ট করেন।