মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৬:০০ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
নড়াইলে আলমগীর হোসেন নামে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আলমগীর হোসেন যশোর জেলার বেনাপোল থানার কাগজপুর গ্রামের মৃত্যু সামছুর রহমানের ছেলে।
রোববার (২৪ মার্চ) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আকরাম হোসেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ দন্ডাদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়,২০১৩ সালের ১১ জানুয়ারি নড়াইল সদর উপজেলার তুলারামপুর চরপাড়া এলাকা থেকে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৯২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আলমগীর হোসেনকে গ্রেফতার করে।
এ ঘটনায় নড়াইল সদর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করে পুলিশ। মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১১জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় রোববার দুপুরে রায় ধার্য দিনে আদালত যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাস বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। আদালতে রায়ের সময় আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) সরদার মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।