সংবাদ শিরোনাম ::
পচা খেজুর বিক্রি, ২০ লাখ জরিমানা
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ১৫৯ বার পড়া হয়েছে
মেয়াদোত্তীর্ণ ও পচা খেজুর বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। র্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত বুধবার (২০ মার্চ) রাতে পুরান ঢাকার ফরাশগঞ্জে সিটি আইস এন্ড কোল্ড স্টোরেজ লিমিটেডে অভিযান চালিয়ে জান্নাত ট্রেডার্সকে এই জরিমানা করে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১০ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাজহারুল ইসলাম ও পুলিশ সুপার সাইফুর রহমান। অভিযান চলাকালে পচা সেমাই পাওয়া যাওয়ায় দুটি সেমাই কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, অভিযানের সময় কোল্ড স্টোরেজে পচা খেজুর পাওয়া যাওয়ায় ম্যাজিস্ট্রেট ২০ লাখ টাকা জরিমানা করেন। এছাড়া দুটি সেমাই কারখানায় অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
























