ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

অবন্তিকার আত্মহত্যা: সুষ্ঠু বিচার দাবিতে জবিতে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৩০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে জবিতে আলোক প্রজ্বলন ও পারফরম্যান্স আর্ট প্রদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্ত্বরে পৃথকভাবে ‘নিপীড়নের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘ এর ব্যানারে ও প্লে কার্ড হাতে পারফরম্যান্স আর্ট প্রদর্শন ও মশাল মিছিল করেন শিক্ষার্থীরা।

অন্য আর একটি মিছিলে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়।

মিছিল শেষে ছয়দফা দাবী তুলে ধরেন সাধারণ শিক্ষার্থীরা। মশাল মিছিলে শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশে কোনো শিক্ষার্থী যদি শিক্ষকের দ্বারা নির্যাতনের শিকার হন তবে আমরা তার বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর উচ্চারণ করবো। কে কতটুকু অপরাধ করেছে তার সঠিক তদন্ত করে শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত রিপোর্ট দেখতে চাই।

তারা আরও বলেন, আমাদের আন্দোলনের প্রেক্ষিতেই প্রশাসন তৎপর হয়েছে এবং তারা অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে। আমাদের ৬ দফা দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। আমরা প্রয়োজনে সারা ঢাকা শহর ব্যাপী আন্দোলন করবো।

‘নিপীড়নের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘ আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। এবিউজকারীরা আমাদের আশেপাশেই হেটে চলেছে। প্রশাসন কেন সেটা দেখছে না। কেন আমাদের সন্ধ্যার পর ক্যাম্পাসে আসতে ভয় পেতে হবে। কেন আআত্মহত্যার পথ বেছে নিতে হয়। আমরা পূর্বে সকল ঘটনার সুষ্ঠু বিচারের দাবী জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অবন্তিকার আত্মহত্যা: সুষ্ঠু বিচার দাবিতে জবিতে মশাল মিছিল

সংবাদ প্রকাশের সময় : ১০:৩০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে জবিতে আলোক প্রজ্বলন ও পারফরম্যান্স আর্ট প্রদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্ত্বরে পৃথকভাবে ‘নিপীড়নের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘ এর ব্যানারে ও প্লে কার্ড হাতে পারফরম্যান্স আর্ট প্রদর্শন ও মশাল মিছিল করেন শিক্ষার্থীরা।

অন্য আর একটি মিছিলে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়।

মিছিল শেষে ছয়দফা দাবী তুলে ধরেন সাধারণ শিক্ষার্থীরা। মশাল মিছিলে শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশে কোনো শিক্ষার্থী যদি শিক্ষকের দ্বারা নির্যাতনের শিকার হন তবে আমরা তার বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর উচ্চারণ করবো। কে কতটুকু অপরাধ করেছে তার সঠিক তদন্ত করে শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত রিপোর্ট দেখতে চাই।

তারা আরও বলেন, আমাদের আন্দোলনের প্রেক্ষিতেই প্রশাসন তৎপর হয়েছে এবং তারা অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে। আমাদের ৬ দফা দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। আমরা প্রয়োজনে সারা ঢাকা শহর ব্যাপী আন্দোলন করবো।

‘নিপীড়নের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘ আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। এবিউজকারীরা আমাদের আশেপাশেই হেটে চলেছে। প্রশাসন কেন সেটা দেখছে না। কেন আমাদের সন্ধ্যার পর ক্যাম্পাসে আসতে ভয় পেতে হবে। কেন আআত্মহত্যার পথ বেছে নিতে হয়। আমরা পূর্বে সকল ঘটনার সুষ্ঠু বিচারের দাবী জানাচ্ছি।