বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত, আহত ২

- সংবাদ প্রকাশের সময় : ১০:৪৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ১১ বার পড়া হয়েছে
বাগেরহাটের ফকিরহাটে মটরসাইকেলের ধাক্কায় দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত ভ্যান চালক মজিদ ফকির সোনা (৭০) নিহত হয়েছেন। শুক্রবার (১৪ মার্চ) সকালে খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার লখপুর বাসস্ট্যান্ডে এদূর্গটনা ঘটে। নিহত ভ্যান চালক ফকিরহাট উপজেলার চোট্ট খাজুরা গ্রামের রহমান ফকিরের ছেলে।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) জুবায়ের হোসেন জানান, শুক্রবার সকাল ১১টার দিকে খুলনার রূপসা থেকে কাটাখালীগামী মটরসাইকেল চালক দ্রুতগতিতে লখপুর বাসস্ট্যান্ডে এসে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক মজিদ ফকির সোনা নিচে পড়ে ঘটনাস্থলে মারা যান।
এসময় আহত মটরসাইকেল চালক ও অপর এক ভ্যান যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। তবে আহতদের পরিচয় জানাতে পারেনি তিনি। নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মটরসাইকেলটি জব্দ করা হয়েছে।