যশোরে চিকিৎসকদের লাঞ্ছিতকারীদের আটকের দাবিতে মানববন্ধন
- সংবাদ প্রকাশের সময় : ০১:৪৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে
যশোর জেনারেল হাসপাতালে কর্মরত চিকিৎসকদের শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছেন যশোর মেডিকেল কলেজের চিকিৎসক -কর্মকর্তা ও কর্মচারীরা।
রোববার (২৬ জানুয়ারি) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত ঘন্টা ব্যাপ যশোর জেনারেল হাসপাতাল চত্বরে এই মানববন্ধন হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন-ডাক্তার আবু হায়দার মনিরুজ্জামান, ন্যাশনাল ডক্টরস ফ্রাম যশোর সভাপতি ডাক্তার শরিফুজ্জামান রঞ্জু, ড্যাব নেতা ডাক্তার ওবায়দুল কাদের উজ্জ্বল, ডাক্তার শরিফুল আলম খান,ইন্টার্ন চিকিৎসক মাসুদুর রহমান প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, গত শুক্রবার রাতে যশোর জেনারেল হাসপাতালে পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা সেবা দেওয়ার সময় ইন্তান ডাক্তার শুভ ও তুষারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে দুর্বৃত্তরা ।এ ঘটনায় হাসপাতাল পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে জানানো হলেও ঘটনা সাথে জড়িতদের এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
মানুষ রোগে আক্রান্ত হলে প্রথমেই ছুটে আসে ডাক্তারের কাছে। ডাক্তাররা রোগীকে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে বাড়ি পাঠায়।আর ডাক্তার দায়িত্ব পালন কালে যদি কারুর হাতে লাঞ্ছিতে শিকার হয় সেটা খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক ঘটনা।
এ ঘটনার বিচার হতে হবে, ঘটনার সাথে জড়িতদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।আজকের এই মানববন্ধন যেন শেষ দিন হয়। আমরা আন্দোলন করতে চাই না। আমাদের জীবনে নিরাপত্তা চাই সম্মান নিয়ে রোগীর সেবা করতে চাই -আমাদের কাজ আমাদের করতে দেন।