সংবাদ শিরোনাম ::
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, দুই হোটেলকে জরিমানা
লক্ষ্মীপুর প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৯:০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ১০ বার পড়া হয়েছে
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার অপরাধে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারে ২৩ জানুয়ারী (বৃহস্পতিবার) বিকেলে অভিযান চালিয়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা এই অভিযান পরিচালনা করেন।
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, মান্দারী বাজারের হোটেল আল মদিনা ও কিবরিয়া মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০,০০০/- টাকা করে মোট ২০,০০০/- অর্থদন্ড করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা অভিযান পরিচালনা করার বিষয়টি নিশ্চিত করে বলেন ২ খাবার হোটেলে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।