মাঝরাতের আগুনে পুড়লো সেন্টমার্টিন
- সংবাদ প্রকাশের সময় : ১০:৪৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ ২৮ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনে কিংশুক ও বীচ ভ্যালীসহ ৩টি ইকো রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় পর্যটকরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে। অবশেষে প্রাণ বাঁচানোর জন্য আগুন লাগা রিসোর্টগুলো থেকে বের হয়ে পাশের রিসোর্ট গুলোতে আশ্রয় নেয় পর্যটকরা। ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয়রা বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়।
আগুনের খবর পেয়ে যোগ দেন কোস্টগার্ড, নৌবাহিনী ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। প্রায় ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। স্থানীয়দের ধারণা, বীচ ভ্যালী রিসোর্টের রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানতে চাইলে স্থানীয় শুক্কুর ফকির জানান, কিংশুক রিসোর্টের মালিক বলেছেন পার্শ্ববর্তী একটি রিসোর্টের ময়লা পোড়ানো হয় বালিয়াড়িতে। এই ময়লা থেকে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ঘটে।
তিনি আরও জানান, আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস স্টেশন নেই। কিন্তু স্থানীয় লোকজন, কোস্টগার্ড, নৌবাহিনী ও ট্যুরিস্ট পুলিশ আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ভোর ৪টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে।