সান্তাহারে যৌথ বাহিনীর অভিযানে জরিমানা
- সংবাদ প্রকাশের সময় : ১২:১৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ ১১ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের পশ্চিম রেল গেইট চত্ত্বরে শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার সময় যৌথ বাহিনীর অভিযানে অনিয়মতান্ত্রিক ভাবে চালানো মোটরসাইকেল আটক করা হয়।
সেনাবাহিনী ও সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যদের যৌথ অভিযানে লাইসেন্স বিহীন মোটর সাইকেল, ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন, হেলমেট বিহীন ও উশৃংখল ভাবে গাড়ি চালানোসহ বিভিন্ন অনিয়ম প্রতিরোধে মোটর সাইকেল আটকসহ জরিমানা করা হয়। যৌথ বাহিনীর এই বিশেষ অভিযান পরিচালনা করেন দুপচাঁচিয়া ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার আবু হানিফ সাথে ছিলেন বগুড়া ট্রাফিক জোনের সার্জেন্ট আব্দুল হান্নান এবং সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির ট্রাফিক উজ্জ্বল হোসেন।
রাত ৯টা পর্যন্ত দুই ঘন্টার অভিযানে প্রায় পঞ্চাশটির মতো মোটর সাইকেল আটক করা হয়। বিভিন্ন অনিয়মের জন্য আটককৃত মোটর সাইকেল চালকদের জরিমানা করা হয়। যার মধ্যে বেশির ভাগ গাড়ি হেলমেট বিহীন চালানোর জন্য তাৎক্ষণিক ভাবে জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনাকারী ওয়ারেন্ট অফিসার আবু হানিফ বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আজ এই অভিযান পরিচালনা করা হয়েছে। গাড়ি চালানোর ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম ও উশৃংখলতা প্রতিরোধে এই অভিযান বিশেষ ভূমিকা রাখবে। সার্জেন্ট আব্দুল হান্নান বলেন, কাগজ পত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট বিহীন গাড়ি চালানোর জন্য মামলা দিয়ে গাড়ি গুলোকে তাৎক্ষণিক ভাবে জরিমানা করা হয়।