ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দাড়ি-গোঁফওয়ালা শামীম ওসমান, যা জানালো রিউমর স্ক্যানার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ ৩০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগ নেতা এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানকে নিয়ে একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ছবিটিতে তাকে দাঁড়ি-গোঁফসহ দেখা যাচ্ছে। দাবি করা হচ্ছে এটি তার সাম্প্রতিক ছবি। তবে এই ছবিটি সম্পাদিত এবং বিভ্রান্তিকর বলে নিশ্চিত করেছে রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, ছবিটি আসল নয়। এটি ২০২২ সালে মদিনায় হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারতের সময় তোলা শামীম ওসমানের একটি পুরোনো ছবি। ওই ছবিতে কোনো দাঁড়ি-গোঁফ ছিল না। কৃত্রিম প্রযুক্তি ব্যবহার করে ছবিটিতে দাঁড়ি-গোঁফ যুক্ত করা হয়েছে এবং সাম্প্রতিক দাবি করে প্রচার করা হচ্ছে।

২০২২ সালের ১৬ জুলাই সময় টিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, শামীম ওসমান মদিনায় মহানবী (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেছিলেন। সেই সময় তার ভিডিও বার্তাও প্রচারিত হয়, যেখানে তিনি বাংলাদেশসহ বিশ্বের মানুষের জন্য দোয়া করেন।

এছাড়া চ্যানেল ২৪-এর ইউটিউব চ্যানেলেও ২০২২ সালের ১৫ জুলাই একই ভিডিও পাওয়া যায়, যা থেকে সম্পাদিত ছবিটির মূল চিত্র শনাক্ত করা সম্ভব হয়েছে।

রিউমর স্ক্যানার জানায়, শামীম ওসমানের বর্তমান অবস্থান নিয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। তবে, ইন্টারনেটে প্রচারিত দাঁড়ি-গোঁফযুক্ত ছবিটি কৃত্রিম প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করা এবং এর মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দাড়ি-গোঁফওয়ালা শামীম ওসমান, যা জানালো রিউমর স্ক্যানার

সংবাদ প্রকাশের সময় : ১২:৫৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

আওয়ামী লীগ নেতা এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানকে নিয়ে একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ছবিটিতে তাকে দাঁড়ি-গোঁফসহ দেখা যাচ্ছে। দাবি করা হচ্ছে এটি তার সাম্প্রতিক ছবি। তবে এই ছবিটি সম্পাদিত এবং বিভ্রান্তিকর বলে নিশ্চিত করেছে রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, ছবিটি আসল নয়। এটি ২০২২ সালে মদিনায় হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারতের সময় তোলা শামীম ওসমানের একটি পুরোনো ছবি। ওই ছবিতে কোনো দাঁড়ি-গোঁফ ছিল না। কৃত্রিম প্রযুক্তি ব্যবহার করে ছবিটিতে দাঁড়ি-গোঁফ যুক্ত করা হয়েছে এবং সাম্প্রতিক দাবি করে প্রচার করা হচ্ছে।

২০২২ সালের ১৬ জুলাই সময় টিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, শামীম ওসমান মদিনায় মহানবী (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেছিলেন। সেই সময় তার ভিডিও বার্তাও প্রচারিত হয়, যেখানে তিনি বাংলাদেশসহ বিশ্বের মানুষের জন্য দোয়া করেন।

এছাড়া চ্যানেল ২৪-এর ইউটিউব চ্যানেলেও ২০২২ সালের ১৫ জুলাই একই ভিডিও পাওয়া যায়, যা থেকে সম্পাদিত ছবিটির মূল চিত্র শনাক্ত করা সম্ভব হয়েছে।

রিউমর স্ক্যানার জানায়, শামীম ওসমানের বর্তমান অবস্থান নিয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। তবে, ইন্টারনেটে প্রচারিত দাঁড়ি-গোঁফযুক্ত ছবিটি কৃত্রিম প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করা এবং এর মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর চেষ্টা চলছে।