রাঙামাটি মাউশিক পরিবারের শিক্ষা সফর স্মৃতিচারণ
- সংবাদ প্রকাশের সময় : ১১:১৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে
ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের রাঙামাটি পার্বত্য জেলা সদরের শিক্ষক সমিতির উদ্যোগে শিক্ষা সফর স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের সামনে থেকে একটি বাস যোগে যাত্রা শুরু করে চট্টগ্রাম মুরাদপুর হয়ে পারকিচর, কর্ণফুলি টানেল, সিবিচ ও ডিসিপার্ক ভ্রমণ করে সমিতির সদস্যরা।
শিক্ষা সফরে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটির উপপরিচালক মো. ইকবাল বাহার চৌধুরী, ফিল্ড অফিসার মো. আলী আহসান ভুইয়াঁ, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের রাঙামাটি সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মুফতি শামসুল আলম, সমিতির সাধারণ সম্পাদক মাওলানা ওমর আলী, রাঙামাটি অর্থ সম্পাদক হাফেজ আনোয়ারসহ ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার, মডেল ও সাধারণ কেয়ার টেকার ও কেন্দ্র শিক্ষকসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
এই শিক্ষা সফরের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন ও মাউশিক প্রকল্পের শিক্ষকদের মাঝে আন্তরিকতা তৈরী হবে বলে মনে করছেন সাধারণ শিক্ষকরা। এত করে মাউশিক প্রকল্পের শিক্ষার্থীদের মাঝে পাঠাদানে শিক্ষকদের গুরুত্ব বাড়বে বলে জানায় সাধারণ শিক্ষকদের অনেকে।
এবিষয়ে উপপরিচালক ইকবাল বাহার জানান, এবছর ডিসেম্বরেই শেষ হচ্ছে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের (৭ম) মেয়াদ। ৮ম প্রকল্প পাশ হলে আবারও এসব শিক্ষকদের একসাথে দেখা যাবে। সমিতির পক্ষ থেকে প্রতিবছরই এই আয়োজন করে থাকে। যা প্রকল্পের শিক্ষকদের ও ফাউন্ডেশনের কর্মকর্তাদের মাঝে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরী করে।