গৌরনদীতে বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ২৪ বার পড়া হয়েছে
বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন এবং মডেল পাঠাগার ও গৌরনদী ক্লাব এন্ড সোসাইটির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। মঙ্গলবার সকাল দশটার দিকে প্রথমেই বাটাজোর ও গৌরনদী বন্দরে কৃষক কর্ণারের মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি কার্যক্রমের পরিদর্শন করা হয়।
এরপরই গৌরনদী মডেল থানা ও পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেন। দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে একদিনে নামজারী সেবা গ্রহিতাদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় সেবা গ্রহিতাদের হাতে একদিনে সম্পন্ন নামজারির কাগজ তুলে দেন এবং কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
বিকেলে মডেল পাঠাগার ও গৌরনদী ক্লাব এন্ড সোসাইটির উদ্বোধন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খান, সহকারী কমিশনার ভূমি মো. রাজিব হোসেন, মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।