আহমদ বিলাল খান
বিশুদ্ধ বায়ুর শহর রাঙামাটি
- সংবাদ প্রকাশের সময় : ১২:১৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
পার্বত্য রাঙামাটি জেলার বাতাস স্বাস্থ্যকর। বিশুদ্ধ বায়ুর শহর হিসেবে বরাবরের মতো জেলাটির নাম ‘উজ্জ্বল’ হয়ে উঠল! পর্যটকের পদচারণায় প্রায় সব ঋতুতেই মুখরিত থাকে শহরটি। এজন্যে বিশুদ্ধ বাতাসের শহর হিসেবে বিবেচিত করার প্রস্তাবনা উঠে এসেছে। প্রাণপ্রাচুর্যে ভরপুর অপূর্ব পাহাড়ি এই জেলাটিতে নির্মল প্রকৃতির বিশুদ্ধ ও দূষণমুক্ত শীতল বাতাসের বিষয়টি নজর কাড়ে সকলের।
সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এই প্রস্তাবনা করা হয়। জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক জোবাইদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. আহামদ শফি, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমাসহ সংশ্লিষ্টরা।
জেলা প্রশাসক মোশারফ হোসেন খান এই প্রস্তাবনাকে সাধুবাদ জানিয়ে বলেন, আমরা সংশ্লিষ্ট্য কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে পরীক্ষা-নীরিক্ষা ও সমীক্ষা করে রাঙামাটির প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে সম্যক ধারনা নিয়ে রাঙামাটি শহরকে বিশুদ্ধ বাতাসের শহর হিসেবে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিবো।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা কতৃক পর্যটন শহর রাঙামাটিকে বিশুদ্ধ বাতাসের শহরের স্বীকৃতি প্রদানের প্রস্তাবনা উত্থাপন করা হলে সকলেই এই প্রস্তাবনাকে সাধুবাদ জানায়। রাঙামাটি শহরকে বিশুদ্ধ বাতাসের শহর হিসেবে ঘোষণা করা হলে অত্রাঞ্চলের বিষয়টি দেশ-বিদেশে ব্যাপক পরিচিতি লাভ করবে বলে প্রকৌশলী সবুজ চাকমা বলেন, একিউআই বেসিকস ফর ওজন এন্ড প্রাক্টিকেল পলিওশন এর তথ্যানুসারে ০ থেকে ৫০ পর্যন্ত গুড এয়ার কোয়ালিটি, ৫১ থেকে ১০০ পর্যন্ত মডরেট এয়ার কোয়ালিটি, ১০১ থেকে ১৫০ পর্যন্ত আনহেলথি এয়ার কোয়ালিটি এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত সেনসেটিভ গ্রুপ আনহেলথি কোয়ালিটি হিসেবে পরিমাপ অনুসারে রাঙামাটি শহরে ১৭ থেকে ২০ এর মধ্যে গুড এয়ার কোয়ালিটি বিদ্যমান থাকে।
জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস ও নাশকতা, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, বাল্যবিবাহ ও ইভটিজিং, জেলার স্বাস্থ্য সেবা, মাদক, নিষিদ্ধ ঘোষিত ওয়ান টাইম পলিথিন ব্যাগ বন্ধসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে আলোচনাসহ সিদ্ধান্ত নেয়া হয়।