সংবাদ শিরোনাম ::
রায়েরবাজারে ১২৭ শহীদের গণকবর
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৭:১২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ৫ বার পড়া হয়েছে
ঢাকার রায়েরবাজার কবরস্থানে ১২৭টি গণকবর শনাক্ত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে রায়েরবাজার কবরস্থানে জুলাই বিপ্লবের গণকবর জিয়ারত ও পরিদর্শন শেষে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশীদ।
সংগঠনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, এখনো অনেক পরিবার হারানো স্বজনদের খুঁজে পায়নি। যে গণহত্যা চালিয়েছে, তা ধামাচাপা দেয়ার চেষ্টা করেছিল। গণকবর শনাক্তে সরকারের পক্ষ থেকে পরিষ্কার কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, শহীদদের রক্তের সাথে বেইমানি করবেন না। রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদকে স্বীকৃতি দিচ্ছে না। মুজিববাদকে ধারণ করছে। এখনও বিশ্বাস করতে চাই, রাজনৈতিক দলগুলো জনআকাঙ্খাকে সম্মান করবে।