শিক্ষাগুরুর মৃত্যুতে সুধী-শিক্ষার্থীদের শোক
- সংবাদ প্রকাশের সময় : ১০:২০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ৩১৩ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ীর চৌরাইট মহেশপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান (৬২) আজ মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বেতদিঘী ইউনিয়নের চিন্তামন গ্রামের বাড়িতে বুকে ব্যথা অনুভব করলে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে তাঁকে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় আজ (১২.১১.২৪) মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন। আগামীকাল বুধবার উপজেলার বেদদিঘী ইউনিয়নের গ্রামের বাড়ি চিন্তামনে সকাল ১০টায় মাদিলা মাদ্রাসা মাঠে জানাজা এবং দাফন অনুষ্ঠিত হবে ।
মৃত্যুকালে তিনি স্ত্রীসহ দুই ছেলে এবং দুই মেয়ে রেখে যান । তারা সবাই স্বস্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তিনি গণিতের সহকারী শিক্ষক হিসেবে চাকুরীতে প্রবেশ করেন। পরে ওই স্কুলেরই প্রধান শিক্ষক পদে নিয়োগ পেয়ে চাকুরী শেষ করে অবসরে যান।
শিক্ষাগুরু, শিক্ষকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফুলবাড়ীর সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মনসুর আলী সরকার, দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক শিক্ষা সচিব অধ্যক্ষ মো. আমিনুল হক সরকার,দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. খুরশিদ আলম,ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন,দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র মাহমুদ আলম লিটন, সাবেক মেয়র মর্তুজা সরকার মানিক, বেদদিঘী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস,সাবেক চেয়ারম্যান প্রধান শিক্ষক মোজাফফর হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রহমান, সহকারী অধ্যাপক ও সাংবাদিক আজিজুল হক সরকার, চৌরাইট মহেশপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম,প্রধান শিক্ষক আব্দুল মোত্তালেব, প্রভাষক মোয়াজ্জেম হোসেন, ফুলবাড়ী শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক আমজাদ হোসেন,সাধারণ সম্পাদক রেজাউল করিম,পুখুরি স্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মান্নান, শিক্ষক মতিয়ার রহমান,সমাজ সেবক জয়নাল আবেদীন, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক
অমর চাঁদগুপ্ত অপু, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স প্রমুখ।
তাঁর ছাত্র এখন শিক্ষক আজিজুল হক সরকার, আব্দুল মান্নান, মতিয়ার রহমান স্যার সম্পর্কে মন্তব্য করেন, “স্যার গণিত ক্লাস নিতেন। ক্লাসে অংক এমনভাবে বুঝাতেন একেবারে সাবলীল ভঙ্গিতে সহজ ভাবে। স্যার এর ব্যবহারে আমরা বিমুগ্ধ হতাম। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং আমাদের প্রিয় স্যার ছিলেন । আল্লাহ যেন তাঁর বেহেশত নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান।”
শিক্ষক নেতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দিন মন্ডল বলেন, “আমি খলিলুর রহমানকে চৌরাইট মহেশপুর উচ্চ বিদ্যালয়ে এনে গণিতের শিক্ষক হিসেবে নিয়োগ দেই। তারপরে আমি এক সময় অবসরে যাই। পরে তিনি ওই স্কুলের প্রধান শিক্ষক হয়ে অবসরে যান। অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিলেন। গণিতের ক্লাস নিতেন। শিক্ষার্থীরা বলতো তিনি যেভাবে ক্লাশ নেন, আমরা অত্যন্ত আগ্রহ সহকারে তাঁর ক্লাস করি। ভালো মানের ব্যক্তিত্বসম্পন্ন মানুষ ছিলেন। অবশেষে আমার আগেই তিনি চিরদিনের জন্য অবসরে চলে গেলেন। আল্লাহ যেন তার মঙ্গল করেন।”