চলাচলের পথে বেড়া অবরুদ্ধ তিন পরিবার
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ ২৪ বার পড়া হয়েছে
বরিশালের গৌরনদীতে চলাচলের পথে বেড়া দেওয়ায় দুই মাস যাবত অবরুদ্ধ হয়ে পরেছে দুইটি পরিবার। ঘটনাটি উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পূর্ব শরিফাবাদ গ্রামের।
শুক্রবার দুপুরে ওই গ্রামের মৃত আব্দুল খালেক হাওলাদারের ছেলে স্বপন হাওলাদার অভিযোগ করে বলেন, প্রায় ২০ বছর যাবত প্রতিবেশি জালাল ও নয়ন হাওলাদারের পুকুরপাড় দিয়ে তিনটি পরিবারের লোকজন চলাচল করে আসছি। গত দেড় বছর যাবত চলাচলের জন্য ইটের সলিং নির্মান করে যাতায়ত করতাম। গত ৫ আগষ্টের পর জালাল ও তার ভাতিজা নয়ন হাওলাদার রাস্তার ইট নিয়ে গেছে এবং চলাচলের পথে ছয়টি বেড়া নির্মান করে তিনটি পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে। আমরা যাতে বাড়ি থেকে বের হতে না পারি সেজন্য বৃহস্পতিবার চলাচলের রাস্তায় স্থায়ী ভাবে ইটের দেয়াল নির্মান করে দিয়েছে। পরিবার তিনটি তাদের চলাচলের রাস্তা থেকে বেড়া ও দেয়াল অপসারনের জন্য উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগ অস্বীকার করে জালাল হাওলাদার জানিয়েছেন, ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের বসতবাড়ির মধ্যে দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মান করেছিলো স্বপন। ওই গ্রামের ইউপি সদস্য জসীম উদ্দীন হাওলাদার জানিয়েছেন, বিষয়টি দুই পক্ষকে নিয়ে স্থানীয় ভাবে সমাধানের জন্য চেষ্টা চলছে।