ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ’র ৩ কর্মী নিহত

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধের ডাক

খাগড়াছড়ি প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০২:২৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ২৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মী নিহত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো- সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা। তারা ঘটনাস্থলে নিহত হয় বলে দাবি করেন ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) খাগড়াছড়ি জেলায় সকাল সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ইউপিডিএফ। এক বিবৃতিতে অবরোধের ঘোষণা দেয় ইউপিডিএফ।

বিবৃতিতে আরও বলা হয়, এর আগে গত বছর এই সন্ত্রাসী চক্র পানছড়ির পুজগাঙে বিপুল চাকমাসহ চার জনকে হত্যা করলেও তাদের বিরুদ্ধে সরকার-প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করেনি।

পানছড়ি থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন জানান, বুধবার (৩০ অক্টোবর) সকালে পানছড়ির লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ইউপিডিএফের ২-৩ জন নিহত হয়েছে বলে স্থানীয়দের কাছ থেকে শুনেছেন। সেখানে এখনো উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থল দুর্গম হওয়ায় এখনো লাশ তারা উদ্ধারে যেতে পারেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ’র ৩ কর্মী নিহত

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধের ডাক

সংবাদ প্রকাশের সময় : ০২:২৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মী নিহত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো- সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা। তারা ঘটনাস্থলে নিহত হয় বলে দাবি করেন ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) খাগড়াছড়ি জেলায় সকাল সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ইউপিডিএফ। এক বিবৃতিতে অবরোধের ঘোষণা দেয় ইউপিডিএফ।

বিবৃতিতে আরও বলা হয়, এর আগে গত বছর এই সন্ত্রাসী চক্র পানছড়ির পুজগাঙে বিপুল চাকমাসহ চার জনকে হত্যা করলেও তাদের বিরুদ্ধে সরকার-প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করেনি।

পানছড়ি থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন জানান, বুধবার (৩০ অক্টোবর) সকালে পানছড়ির লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ইউপিডিএফের ২-৩ জন নিহত হয়েছে বলে স্থানীয়দের কাছ থেকে শুনেছেন। সেখানে এখনো উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থল দুর্গম হওয়ায় এখনো লাশ তারা উদ্ধারে যেতে পারেননি।