চট্টগ্রামে ইমাম প্রশিক্ষণ কোর্স সমাপনী ও সনদ বিতরণ
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বিভাগীয় কেন্দ্রে নয় জেলার ইমামদের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে ৪৫ দিনের প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে। কোর্স শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন অতিথিরা।
সোমবার (২১ অক্টোবর) চট্টগ্রাম ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অংশগ্রহণকারীদের ইসলামিয়াত, প্রাথমিক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও গণশিক্ষা, কৃষি ও বনায়ন, প্রাণিসম্পদ পালন ও মৎস্য চাষ, বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি, পরিবেশ ও সামাজিক উন্নয়ন, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম ও পরিচিতি এবং ব্যবহারিক/মৌখিকের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। ৪৫ দিন ব্যাপী ওই প্রশিক্ষণ শেষে একশ জন প্রশিক্ষণার্থী ইমামদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আব্দুল ওয়ারিশ (পিপিএম) সেবা, ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রামের বিভাগীয় পরিচালক বোরহান উদ্দিন মো. আবু আহসান, সভায় সভাপতিত্ব করেন ইমাম প্রশিক্ষণ একাডেমির চট্টগ্রামের উপ-পরিচালক মো. আশরাফুজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ইমাম প্রশিক্ষণ একাডেমি চট্টগ্রামের সাবেক উপ-পরিচালক মোহাম্মদ এনায়েত হোসাইন, একাডেমির কৃষি ও সমাজ বিজ্ঞান প্রশিক্ষক ড. সুলতান মাহমুদ ভূঁঞা, ১১৫৩ তম দলের সকল ইমামদের চীফ মনিটর মুফতি মুঈনুদ্দীন আহমাদ, সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানটির পরিচালনা করেন একাডেমির সহকারী পরিচালক মো. কেফায়েত উল্যাহ্।