জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ
মৌখিকভাবে পদত্যাগ করে শেখ হাসিনা
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, স্বৈরাচারী খুনি হাসিনা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে মৌখিকভাবে পদত্যাগ করেছিলো।
সোমবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানিয়েছেন তিনি।
তাতে তিনি বলেন, পদত্যাগপত্র নিয়ে বঙ্গভবনে যাওয়ার কথা থাকলেও ছাত্র-জনতা গণভবনের কাছাকাছি চলে আসায় পালিয়ে যেতে বাধ্য হয় খুনি হাসিনা।
এদিকে, দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সাথে সাক্ষাতকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন কিনা তার দালিলিক কোনো কাগজ তার কাছে নেই।
তিনি বলেন, এই নিয়ে বিতর্কের কিছু নেই। প্রধানমন্ত্রী চলে গেছেন এটাই সত্য। তারপরও কখনো যাতে প্রশ্ন না উঠে সেজন্য সুপ্রিম কোর্টের মতামত নিয়েছি।
উল্লেখ্য, প্রেসিডেন্টের পাঠানো রেফারেন্সের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ ৮ আগস্ট এ সম্পর্কে তাদের মতামত দেন। এতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে সাংবিধানিক শূন্যতা দূর করতে এবং নির্বাহী কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকার গঠন করা যেতে পারে।