ওবায়দুল কাদেরকে ধরিয়ে দিলেই পুরস্কার
- সংবাদ প্রকাশের সময় : ১২:২৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধরিয়ে দিতে পারলে তাকে পুরস্কার দেয়া হবে ।
শনিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজশাহী বিজিবি সদর দফতর পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, পলাতক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিষয়ে সরকারের কাছে কোন তথ্য নেই। অনুসন্ধানী সাংবাদিকরা তাকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেয়ার ঘোষণা দেন তিনি।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখা হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় তাকে ভারত থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বিদ্যমান চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৫ বছর ধরে অনেক নিয়োগ দিয়েছে। এরমধ্যে কিছু মেধারভিত্তিতে চাকরি পেয়েছে আর কিছু দলীয় বিবেচনায়। দলীয় বিবেচনায় যারা চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ সময় তার সাথে ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (জিএস শাখা) ব্রিগেডিয়ার জেনারেল সোহরাব হোসেন ভূঁইয়াসহ বিজিবির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।