পলাশবাড়ীতে বাবুল হত্যাকারীদের বিচার দাবি পরিবারের
- সংবাদ প্রকাশের সময় : ০৭:১০:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
পলাশবাড়ীতে জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বে বাবুল মন্ডল (৫৫) এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেনতোর পরিবারটি। গত ৮ অক্টোবর রাতে শাজু মন্ডলের বাড়ীর সামনে দুইটি লাঠির সামনে ধারালো অস্ত্র বেধে প্রতিপক্ষ মতিয়ার ও রায়হান বাবুল মন্ডলের বুকে ছুরি বসিয়ে দেয় এবং ঘটনাস্থলেই বাবুল মন্ডল মারা যায়।
এ ঘটনায় বাবুল মন্ডলের দুই ভাই এবং স্ত্রী আহত হয়। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন পরিবার ও এলাকাবাসী।
স্থানীয়রা জানান, বাবুল মন্ডল গং এবং মতিয়ার মন্ডল গং এর মাঝে দুইমাস হলো দুই শতাংশ জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো। এ জমিজমা দ্বন্দ্ব নিয়ে স্থানীয় পর্যায়ে দুই দিন বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু পরে আরও ১ শতাংশ জমি দাবি করার পর বিষয়টি আর সুরাহা হয়নি। এ দিন রাতে প্রথমে শাজু মন্ডলের সাথে কথা কাটাকাটি শুরু হয় মতিয়ার মন্ডল গং এর সাথে। একপর্যায়ে মতিয়ার গং লাঠির মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই বাবলু মন্ডল মারা যায়। এ ঘটনায় বাবলু মন্ডলের ছোট ভাই শাজু মন্ডল ও লাভলু মন্ডল ও বাবলু মন্ডলের স্ত্রী আহত করে হামলাকারীরা পালিয়ে যায় । রাত ১০ টায় পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলি ভুট্টাে ঘটনাস্থল পরিদর্শন করে এবং পুলিশ লাশ উদ্ধার করৈ ।
হত্যাকাণ্ডের ঘটনায় বাবুল মন্ডলের স্ত্রী ছালমা বেওয়া বাদী হয়ে পলাশবাড়ী থানায় ৬ জনকে আসামি করে ও অজ্ঞাত রেখে একটি হত্যা মামলা দায়ের করে।
নিহত বাবুল মন্ডল পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড (করিয়াটা) গ্রামের মৃত হাকিমুদ্দিন মন্ডলের পুত্র।
মামলায় আসামীরা হলো- মতিয়ার রহমান, রায়হান মন্ডল, রুহুল আমিন, মর্জিনা বেগম, আখিয়া বেগম সর্ব সাং-করিয়াটা, ৩নং-ওয়ার্ড, ইউনিয়ন-২নং হোসেনপুর, থানা-পলাশবাড়ী এবং আমিন আলী সাং বগুলাগাড়ী ইউনিয়ন দরবস্ত থানা গোবিন্দগঞ্জ।
থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো জানান, মামলার এজাহারভূক্ত আসামীদের গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।