ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বজ্রপাতে নারীসহ ৪ জনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ২৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক দুটি স্থানে বজ্রপাতে নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে। এরমধ্যে ৪জনকে দৌলতপুর ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) বেলা তিনটার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গড়িরপাড়া ও ফারাকপুর বটতলা নামক স্থানে এ স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- নিজাম উদ্দীন (৪৮), তরিকুল ইসলাম (২৫), আওলাদ হোসেন (৬০) ও জহুরা খাতুন (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, হোসেনাবাদ গড়িরপাড়া গ্রামের গ্রামের ৯ জন শ্রমিক স্থানীয় মাঠে কাজ করছিলেন। বেলা আড়াইটার দিকে হঠাৎ বৃষ্টির সাথে বিকট শব্দে বজ্রপাত শুরু হয়। এ সময় শ্রমিকরা বাড়ি না ফিরে বৃষ্টির মধ্যেই জমিতে কাজ করতে থাকেন। বেলা তিনটার দিকে বিকট শব্দে বজ্রপাত ঘটলে শ্রমিক নিজাম উদ্দীন, তরিকুল ইসলাম ও আওলাদ হোসেনসহ ৯ জন সবাই গুরুতর আহত হয়। তাদের দ্রুত উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার ৩ জনকে মৃত ঘোষণা করেন। আহদের মধ্যে একজনকে দৌলতপুর হাসপাতালে ভর্তি রেখে তিনজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও আরেকজনের অবস্থা আশংকাজনক না হওয়ায় চিকিৎসা শেষে তাকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।

এদিকে, একই সময় আরেকটি ঘটনায় ফারাকপুর বটতলা নামক স্থানে বৃষ্টিপাতের সময় বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে বজ্রপাতে জহুরা খাতুন নামে এক নারী আহত হয়। হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকেও মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার উপ-পরিদর্শক খসরুজ্জামান জানান, নিহত পুরুষ তিনজন শ্রমিক ও নারী গৃহিনী। সবার পরিচয় শনাক্ত করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম তুহিন বলেন, বজ্রপাতের ঘটনায় মোট ৯ জনকে দৌলতপুর হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে ৪জন হাসপাতালে আসার পূর্বেই মারা যায়। আহতদের মধ্যে একজনকে দৌলতপুর ও ৩ জনকে কুষ্টিয়া হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বজ্রপাতে নারীসহ ৪ জনের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৮:১৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪

কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক দুটি স্থানে বজ্রপাতে নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে। এরমধ্যে ৪জনকে দৌলতপুর ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) বেলা তিনটার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গড়িরপাড়া ও ফারাকপুর বটতলা নামক স্থানে এ স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- নিজাম উদ্দীন (৪৮), তরিকুল ইসলাম (২৫), আওলাদ হোসেন (৬০) ও জহুরা খাতুন (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, হোসেনাবাদ গড়িরপাড়া গ্রামের গ্রামের ৯ জন শ্রমিক স্থানীয় মাঠে কাজ করছিলেন। বেলা আড়াইটার দিকে হঠাৎ বৃষ্টির সাথে বিকট শব্দে বজ্রপাত শুরু হয়। এ সময় শ্রমিকরা বাড়ি না ফিরে বৃষ্টির মধ্যেই জমিতে কাজ করতে থাকেন। বেলা তিনটার দিকে বিকট শব্দে বজ্রপাত ঘটলে শ্রমিক নিজাম উদ্দীন, তরিকুল ইসলাম ও আওলাদ হোসেনসহ ৯ জন সবাই গুরুতর আহত হয়। তাদের দ্রুত উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার ৩ জনকে মৃত ঘোষণা করেন। আহদের মধ্যে একজনকে দৌলতপুর হাসপাতালে ভর্তি রেখে তিনজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও আরেকজনের অবস্থা আশংকাজনক না হওয়ায় চিকিৎসা শেষে তাকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।

এদিকে, একই সময় আরেকটি ঘটনায় ফারাকপুর বটতলা নামক স্থানে বৃষ্টিপাতের সময় বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে বজ্রপাতে জহুরা খাতুন নামে এক নারী আহত হয়। হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকেও মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার উপ-পরিদর্শক খসরুজ্জামান জানান, নিহত পুরুষ তিনজন শ্রমিক ও নারী গৃহিনী। সবার পরিচয় শনাক্ত করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম তুহিন বলেন, বজ্রপাতের ঘটনায় মোট ৯ জনকে দৌলতপুর হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে ৪জন হাসপাতালে আসার পূর্বেই মারা যায়। আহতদের মধ্যে একজনকে দৌলতপুর ও ৩ জনকে কুষ্টিয়া হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক।