সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস, উৎসব বর্জনের সিদ্ধান্তে অনড় ভিক্ষুরা
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪১:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
রাঙামাটি জেলা প্রশাসক, সেনাবাহিনী ও পুলিশের সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাসেও চীবর দান উৎসব উদ্যাপনে আয়োজন করতে চান না বৌদ্ধ ভিক্ষুরা। এর ফলে জেলা প্রশাসনের ডাকা বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়ায় শেষ হয়েছে। জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক শেষে নিজেদের অবস্থান জানান বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির নেতারা।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে কঠিন চীবর দান উদযাপন উপলক্ষে জরুরি সভা আহ্বান করেন জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান। এতে রাঙামাটি পুলিশ সুপার, সেনা রিজিয়ন কমান্ডার উপস্থিত থেকে নিরাপত্তার আশ্বাস দেন বৌদ্ধ ভিক্ষু নেতৃবৃন্দ ও বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দদের।
জেলা প্রশাসক ও সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সঙ্গেও বৈঠকে বৌদ্ধবিহার পরিচালনা কমিটি, রাজনৈতিক দল ইসলামী আন্দোলন রাঙ্গামাটি শাখার প্রতিনিধিসহ শুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
কঠিন চীবর দান আয়োজনে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে জানিয়ে জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান বলেন, কঠিন চীবর দান উৎসবে লাখ লাখ মানুষের সমাগম হয়। এটি দেশে বিদেশে ব্যাপক প্রচারণা পায়।
বৈঠক শেষে জেলা প্রশাসকের কক্ষ থেকে বের হয়ে পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি শ্রদ্ধালংকার মহাথের বলেন, আমাদের কর্মসূচি প্রত্যাহারের জন্য অনুরোধ করা হয়েছে। আমাদের সিদ্ধান্তে আমরা অনড়।
প্রশাসনের কাছে সর্বোচ্চ নিরাপত্তার অবেদন করে রাঙ্গামাটি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এক নেতা বলেন, চিবর দান উৎসব পালনের জন্য রাঙ্গামাটির পরিস্থিতি স্বাভাবিক আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সকল ধর্মের লোকদের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে।