সংবাদ শিরোনাম ::
বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু
সরকার লুৎফর রহমান,গাইবান্ধা
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৫:৪১ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
গাইবান্ধায় বিলের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মায়ের অজান্তেই পিছনে পিছনে বিলে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় ওই শিশুর।
সোমবার (৭ অক্টোবর) দুপুরের দিকে সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের কুমারগাড়ী গ্রামের কুমারগাড়ী বিলে এ ঘটনা ঘটে। তিন বছর বয়সী ওই শিশুর নাম রাব্বি মিয়া। নিহত শিশু রাব্বি ওই গ্রামের মুনসুর আলীর ছেলে।
স্থানীয়দের বরাতে বিষয়টি নিশ্চিত করেন ঘাগোয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ইউপি সদস্য মো. বাদশা মিয়া। তিনি জানান, শিশু রাব্বির মা রহিমা বেগম দুপুরে বাড়ির পাশের বিলে শাপলা তুলতে যায়। এ সময় শিশু রাব্বিও মায়ের অজান্তে তার পিছনে পিছনে যায়। কিছুক্ষণ পর তার মা বাড়িতে ফিরে এসে রাব্বিকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বিলের পানি থেকে শিশু রাব্বির মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।