নড়াইলে সড়ক দুর্ঘটনায় শিক্ষা কর্মকর্তা নিহত
- সংবাদ প্রকাশের সময় : ১০:০১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কে সড়ক র্দূঘটনায় গোপালগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রিফাতুল ইসলাম(৩৪) নিহত হয়েছে। এসময় আপন মামা আজাদ শেখ(৫৫) সড়ক র্দূঘটনায় আহত হয়েছে। শনিবার (৫অক্টোবর) রাত সাতটার দিকে ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়করের কালনা মাদরাসা এলাকায় এ র্দুঘটনা ঘটেছে।
নিহত রিফাতুল ইসলাম লোহাগড়া পৌরসভার কুন্দশী গ্রামের বেলায়েত শিকদারের ছেলে। এ সময় মোটর সাইকেলে থাকা রিফাতের আপন মামা উপজেলার দোয়া-মল্লিকপুর গ্রামের আজাদ শেখ গুরুতর আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষর্দশী সূত্রে জানা গেছে,শনিবার বিকালে কর্মস্থল গোপালগঞ্জ থেকে শিক্ষা কর্মকর্তা রিফাতুল ইসলাম মোটর সাইকলে যোগে নিজ বাড়ি লোহাগড়ার দিকে আসছিলেন।পথি মধ্যে লোহাগড়া উপজলোর কালনা মাদ্রাসার কাছে আসলে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের মোটর সাইকলেকে ধাক্কা দেয়। এতে রিফাতুল ইসলাম ও তার মামা আজাদ শেখ মোটর সাইকলে থেকে ছিটকে পাঁকা রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাদের কে উদ্ধার করে লোহাগড়া ৫০ শষ্যা বিশিষ্ট উপজলো স্বাস্থ্য কমপ্রেস নিয়ে আসলে জরুরি বিভাগের র্কতব্যরত চিকিৎিসক রিফাতুল ইসলাম কে মৃত ঘোষণা করনে। এছাড়া গুরুতর আহত আজাদ শেখ কে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় রেফার্ড করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন রবিবার সকালে বলেন, আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।