বললেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
সুযোগ পেলে ছোবল মারতে পারে আওয়ামী লীগ
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার সহযোগীতা এখনো দেশের বিভিন্ন স্থানে ওৎ পেয়ে রয়েছে সুযোগ পেলে ছোবল মারতে, পারে সে জন্য দলীয় নেতাকর্মীদের সর্তক থাকতে হবে। আওয়ামীলীগ শিক্ষা পেয়েছে আমাদের ও শিখনীয় আছে যাতে করে তাদের মতো আমাদের না হয়। তবে হবেনা কারণ আমাদের পাশে তারেক রহমান আছে। তার নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। তারেক রহমানের নির্দেশ নেতাকর্মীরা জনগনের পাশে থাকতে হবে তাদের খেদমত করতে হবে।
তিনি বলেন, বিএনপিসহ সাধারণ মানুষ বিগত ১৬ বছর অত্যাচারিত হয়েছে। সবার আন্দোলনের কারণে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। খুব শিঘ্রই তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবেনা জনগণের পাশে থাকার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
শুক্রবার (৪ অক্টোবর ) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন বিএনপি কর্তৃক মেডিকেল ক্যাম্প কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি আরও বলেন, অন্তবর্তি সরকার আমাদের আন্দোলনের ফসল। আওয়ামীলীগ সরকার সম্মান নিতে ও জানে না নিতেও জানেনা। বিএনপি সম্মান দিতে জানে নিতেও জানে। অতীতে আমরা মানুষের পাশে ছিলাম এখনো আছি।
ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী নুরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব শাহাব উদ্দিন সাবু, যুগ্ন আহবায়ক এ্যাড: হাছিবুর রহমান, বিএনপি নেতা মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ,মোখলেচুর রহমান হারুন, জেলা কৃষকদল নেতা মোস্তাফিজুর রহমান সোহেল, সেচ্ছাসেবক দল নেতা হারুনুর রশিদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস মাহমুদ,জাহাঙ্গীর আলম ভূঁইয়া প্রমুখ।