বালুর মাঠে নবদম্পতির মরদেহ, পাশে রয়েছে চিরকুট
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক নবদম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশে পাওয়া এক চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা ছিলো, ‘আসসালামুলাইকুম আপনাদের সমাজের সবার কাছে, আমাদের দু’জনকে এক সাথে মাটি দিয়েন৷’
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্যের ডাম্পিং জোনের পাশে একটি বালুর মাঠ থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়। এ তথ্য জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম।
নিহতরা হলো- মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মনির হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২৮) ও তার স্ত্রী রুমি (২৬)।
এসআই সালাম আরও বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পাশাপাশি দুটি মরদেহ পড়ে ছিল। তাদের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। যা ইঙ্গিত করে যে তারা একে অপরকে চিনতেন এবং আত্মহত্যা করতে বলে ধারণা পুলিশের৷
স্থানীয়রা জানান, দুপুর থেকেই ওই দম্পতি এলাকায় বালুর মাঠের পাশে ঘোরাফেরা করছিল।
নিহত শফিকুলের ভাই মো. উজ্জ্বল জানান, শফিকুল ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন। এক মাস আগে রুমির সঙ্গে তার বিয়ে হয়েছে। আমার ভাই আমার শ্যালিকাকে পরিবারের অমতে বিয়ে করেছিল৷ দুই পরিবারের কেউই তা মেনে নেয়নি।
মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।