সংবাদ শিরোনাম ::
এমপিওভুক্তির দাবিতে যশোরে মানববন্ধন
শহিদুল ইসলাম দইচ যশোর
- সংবাদ প্রকাশের সময় : ০৭:০২:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন বেসরকারি কলেজে নিয়োগপ্রাপ্ত সাড়ে ৫ হাজার শিক্ষককে এমপিওভুক্ত করার দাবিতে যশোর মানববন্ধন হয়েছে।
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স – মাস্টার্স শিক্ষক ফেডারেশনের উদ্যোগে বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের যশোর শাখার সভাপতি তরিকুল ইসলামের নেতৃত্বে অর্ধশতাধিক শিক্ষক মানববন্ধনে অংশ নেন।
ঘন্টাব্যাপী মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, ১৯৯৩ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যলয়ের অধীনে সারাদেশের এমপিওভুক্ত কলেজসমূহে নিয়োগপ্রাপ্ত ৫ হাজার ৫০০ জন শিক্ষককে এখনও এমপিওভুক্ত করা হয়নি। ফলে এসকল ননএমপিও শিক্ষকদের ভাগ্যের উন্নয়ন হয়নি। দীর্ঘদিন ধরে শিক্ষকদের যৌক্তিক দাবী উপেক্ষা করায় মানবেতর জীবনযাপন করছেন তারা। এ অবস্থায় শিক্ষকদের সাথে হওয়া বৈষম্য বিলোপ করে এমপিওভুক্তির দাবি জানান শিক্ষকরা।