ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মারা গেছেন সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক ও ফুলবাড়ী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুর-৫ আসন থেকে টানা ৮ বার জয়ী সাবেক এমপি মোস্তাফিজুর রহমান ফিজার (৭০) মারা গেছেন। রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি কয়েক মাস ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন। গ্রামের বাড়ি ফুলবাড়ীতে মোস্তাফিজুরকে দাফন করা হবে বলে জানা গেছে। মোস্তাফিজুর রহমান ফিজারের বাড়ি ফুলবাড়ী উপজেলার জামগ্রামে। তিনি মোবারক আলী ও শাহেদা খাতুনের জ্যেষ্ঠ সন্তান। ১৯৫৩ সালের ২৯ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি।

মোস্তাফিজুর রহমানকে সোমবার (৩০ সেপ্টেম্বর ) সকাল সাড়ে দশটায় প্রথম জানাজা পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজ মাঠে এবং দ্বিতীয় জানাজা সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে এবং তৃতীয় জানাযা বেলা সাড়ে ১২টায় জামগ্রাম স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়ে বাদ জোহর বাবা-মার কবরের পাশে দাফন করা হবে বলে জানা গেছে।

এই রাজনীতিবিদ ১৯৭৭ সালে ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সদস্য নির্বাচিত হন। ১৯৮০ সালে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে ১৯৯২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৩ সাল থেকে তিনি দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

১৯৮৬ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন মোস্তাফিজুর রহমান। এরপর ১৯৯১, ৯৬, ২০০১, ২০০৮, ১৪, ১৮ ও ২৪ সালে মোট ৮ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে প্রথমে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী পরে ভূমি প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেন। ২০১৪ সাল নির্বাচিত হয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর দায়িত্ব পালনসহ রাজনৈতিক জীবনে বিভিন্ন সংসদীয় কমিটির সদস্য ও সভাপতির দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মারা গেছেন সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান

সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

দিনাজপুর-৫ আসন থেকে টানা ৮ বার জয়ী সাবেক এমপি মোস্তাফিজুর রহমান ফিজার (৭০) মারা গেছেন। রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি কয়েক মাস ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন। গ্রামের বাড়ি ফুলবাড়ীতে মোস্তাফিজুরকে দাফন করা হবে বলে জানা গেছে। মোস্তাফিজুর রহমান ফিজারের বাড়ি ফুলবাড়ী উপজেলার জামগ্রামে। তিনি মোবারক আলী ও শাহেদা খাতুনের জ্যেষ্ঠ সন্তান। ১৯৫৩ সালের ২৯ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি।

মোস্তাফিজুর রহমানকে সোমবার (৩০ সেপ্টেম্বর ) সকাল সাড়ে দশটায় প্রথম জানাজা পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজ মাঠে এবং দ্বিতীয় জানাজা সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে এবং তৃতীয় জানাযা বেলা সাড়ে ১২টায় জামগ্রাম স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়ে বাদ জোহর বাবা-মার কবরের পাশে দাফন করা হবে বলে জানা গেছে।

এই রাজনীতিবিদ ১৯৭৭ সালে ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সদস্য নির্বাচিত হন। ১৯৮০ সালে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে ১৯৯২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৩ সাল থেকে তিনি দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

১৯৮৬ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন মোস্তাফিজুর রহমান। এরপর ১৯৯১, ৯৬, ২০০১, ২০০৮, ১৪, ১৮ ও ২৪ সালে মোট ৮ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে প্রথমে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী পরে ভূমি প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেন। ২০১৪ সাল নির্বাচিত হয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর দায়িত্ব পালনসহ রাজনৈতিক জীবনে বিভিন্ন সংসদীয় কমিটির সদস্য ও সভাপতির দায়িত্ব পালন করেন।