ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজনৈতিক দলের সাথে বৈঠক আজ

দু’তিন সপ্তাহের মধ্যে নির্বাচন ইস্যুতে রোডম্যাপ

বিশেষ প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৪১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি


অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আজ শনিবার (৩১ আগস্ট) আবারও বৈঠক করবেন । এদিনে বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের সাথে পর্যায়ক্রমে এই বৈঠতক অনুষ্ঠিত হবে।

বৈঠকে আগামী কতোদিনের মধ্যে ‘রাষ্ট্র সংস্কার ও নির্বাচন ইস্যুতে’ একটি রোডম্যাপ জনগণের সামনে পেশ করতে পারবে সরকার- সেই বিষয়ে আলোচনা করবে দলগুলো। এই আলোচনার পর অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া শুরু করবে অন্তর্বর্তী সরকার। এরপর নির্বাচন আয়োজনের রোডম্যাপ জনগণের সামনে পেশ করবেন প্রধান উপদেষ্টা।

জানা গেছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এই বৈঠত হবে। বৈঠকে আওয়ামী লীগ বা ১৪ দলীয় জোটের কেউ উপস্থিত না থাকার সম্ভাবনাই বেশি। এর আগে, ৮ আগস্ট ড. ইউনূসের সাথে বিএনপি, জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক হয়। তখনও আওয়ামী লীগ বা ১৪ দলীয় জোটের কেউ ছিলো না।

এর আগে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দেশকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করবে বলে তাদের জানিয়েছে।

অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর ৮ আগস্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন ড. মুহাম্মদ ইউনূস। তার সাথে বিএনপি, জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, এনডিএমসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সাক্ষাৎ করেন। এরপর ২৯ আগস্ট বিএনপির সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

শনিবার (৩১ আগস্ট) বৈঠকে ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ (নূর), লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি, গণঅধিকার পরিষদ (ড. রেজা কিবরিয়া), ১২ দলীয় জোট, বাংলাদেশ লেবার পার্টিসহ বেশ কয়েকটি দল অংশ নিতে পারে।

পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বৃহস্পতিবার জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সাথে সরকার আলাপ-আলোচনার প্রক্রিয়া চালু রাখবে। তারা যেসব সংস্কার প্রস্তাব দেবে- সরকার তাগ্রহণ করবে।

সংশ্লিষ্ট সূত্রমতে, বৈঠকে আগামী দু’তিন সপ্তাহের মধ্যে রাষ্ট্র সংস্কার ও নির্বাচন ইস্যুতে একটি রোডম্যাপ জনগণের সামনে পেশ করতে পারেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে তার আগে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করবে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া শুরু হবে। তারপর জাতীয় নির্বাচনের রোডম্যাপ জনগণের সামনে পেশ করবেন প্রধান উপদেষ্টা।

কয়েকদিন আগে থেকেই দলীয় কর্মসূচিতে অন্তর্বর্তকোলীন সরকারকে সংস্কার ও জাতীয় নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসার আহবান জানিয়ে আসছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার বিএনপি নেতাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজনৈতিক দলের সাথে বৈঠক আজ

দু’তিন সপ্তাহের মধ্যে নির্বাচন ইস্যুতে রোডম্যাপ

সংবাদ প্রকাশের সময় : ০১:৪১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪


অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আজ শনিবার (৩১ আগস্ট) আবারও বৈঠক করবেন । এদিনে বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের সাথে পর্যায়ক্রমে এই বৈঠতক অনুষ্ঠিত হবে।

বৈঠকে আগামী কতোদিনের মধ্যে ‘রাষ্ট্র সংস্কার ও নির্বাচন ইস্যুতে’ একটি রোডম্যাপ জনগণের সামনে পেশ করতে পারবে সরকার- সেই বিষয়ে আলোচনা করবে দলগুলো। এই আলোচনার পর অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া শুরু করবে অন্তর্বর্তী সরকার। এরপর নির্বাচন আয়োজনের রোডম্যাপ জনগণের সামনে পেশ করবেন প্রধান উপদেষ্টা।

জানা গেছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এই বৈঠত হবে। বৈঠকে আওয়ামী লীগ বা ১৪ দলীয় জোটের কেউ উপস্থিত না থাকার সম্ভাবনাই বেশি। এর আগে, ৮ আগস্ট ড. ইউনূসের সাথে বিএনপি, জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক হয়। তখনও আওয়ামী লীগ বা ১৪ দলীয় জোটের কেউ ছিলো না।

এর আগে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দেশকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করবে বলে তাদের জানিয়েছে।

অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর ৮ আগস্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন ড. মুহাম্মদ ইউনূস। তার সাথে বিএনপি, জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, এনডিএমসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সাক্ষাৎ করেন। এরপর ২৯ আগস্ট বিএনপির সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

শনিবার (৩১ আগস্ট) বৈঠকে ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ (নূর), লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি, গণঅধিকার পরিষদ (ড. রেজা কিবরিয়া), ১২ দলীয় জোট, বাংলাদেশ লেবার পার্টিসহ বেশ কয়েকটি দল অংশ নিতে পারে।

পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বৃহস্পতিবার জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সাথে সরকার আলাপ-আলোচনার প্রক্রিয়া চালু রাখবে। তারা যেসব সংস্কার প্রস্তাব দেবে- সরকার তাগ্রহণ করবে।

সংশ্লিষ্ট সূত্রমতে, বৈঠকে আগামী দু’তিন সপ্তাহের মধ্যে রাষ্ট্র সংস্কার ও নির্বাচন ইস্যুতে একটি রোডম্যাপ জনগণের সামনে পেশ করতে পারেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে তার আগে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করবে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া শুরু হবে। তারপর জাতীয় নির্বাচনের রোডম্যাপ জনগণের সামনে পেশ করবেন প্রধান উপদেষ্টা।

কয়েকদিন আগে থেকেই দলীয় কর্মসূচিতে অন্তর্বর্তকোলীন সরকারকে সংস্কার ও জাতীয় নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসার আহবান জানিয়ে আসছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার বিএনপি নেতাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।