চার উপদেষ্টা আরো একটি করে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা চার উপদেষ্টার মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব পুনর্বণ্টন করেছেন। তাদের দায়িত্ব বাড়িয়ে দওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ দায়িত্ব বাড়ল তাদের।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, হাসান আরিফ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সালেহউদ্দিন আহমেদ এবং শারমিন এস মুরশিদের দপ্তর পুনর্বণ্টন করে হয়। মঙ্গলবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
আগের দুটি মন্ত্রণালয়ের সাথে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা হাসান আরিফ ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
নতুন করে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে। সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদকে মহিলা ও শিশু বিভাগের দায়িত্বও দেয়া হয়।
এই দায়িত্ব বণ্টনের পর প্রধান উপদেষ্টার অধীনে থাকছে ৬টি মন্ত্রণালয় ও বিভাগ। সেগুলো হলো- মন্ত্রিপরিষদ বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এর আগে তার দায়িত্বে ছিল ১০টি মন্ত্রণালয় ও বিভাগ।